ঈশ্বরের সাথে আত্মহত্যা বিষয়ক দীর্ঘ সংলাপের পর
আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছিলাম,
প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করা ছেলেটা স্বর্গ পাবে না।
স্বর্গ পাবেন না -
পূর্নিমার রাতে আত্মহত্যা করা একদল মাছের সাথে
অশ্বত্থের ডালে ঝুলে থাকা কবিও।
তবে, ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করা মেয়েটার কী হবে-
সে ব্যাপারে কোন সিদ্ধান্ত জানাতে পারেননি মহান ঈশ্বর ও তাঁর এজেন্টগণ।
একটি মন্তব্য পোস্ট করুন