মৃত্যু সবচেয়ে বড় কৌতুক





প্রচন্ড রোদে করাতের মুখে রক্ত দিয়ে হেসে গড়িয়ে পড়েন ঈশ্বর।

পরিচিত দুইজন কুকুর আমার ঠোঁট টেনে ধরে রাখে। আমার মুখে ঢেলে দেয়া হচ্ছে সাওতাল রমনীর স্তন থেকে গড়িয়ে পড়া টলটলে রক্ত আর মোনালিসার ফুটন্ত শালদুধ।

আমি মরে যেতে যেতে স্বীকার করে নিচ্ছি- মৃত্যু সবচেয়ে বড় কৌতুক।

Post a Comment