দাদার চোখে ফোটা শিউলি ফুল




দাদা মারা যাবার সময় আমি দাদার মাথার কাছে বসে ছিলাম। মারা যাবার আগে আগে দাদা শক্ত করে আমার হাত চেপে ধরলেন। আমি দেখলাম, দাদার চোখে একের পর এক শিউলি ফুটছে। এর কিছুক্ষণ পর মা হাত দিয়ে তুলে নিলেন ফুলগুলো।

2 মন্তব্যসমূহ

  1. আপনার লেখার পরিপক্বতা প্রশংসাজনক। লেখায় সাবলীল ভাবও আছে।

    উত্তরমুছুন
  2. আপনার লেখার পরিপক্বতা প্রশংসাজনক। লেখায় সাবলীল ভাবও আছে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন