রেলগাড়ির বাকি কামরাগুলো খালি থাকবে। একটা কামরায় একা বসে থাকবে আমার বন্ধু আরিফ। সে কামরায় সারাক্ষণ হাই মেটাল গান বাজবে। একটা পর্যায়ে আরিফ চিৎকার করে বলে উঠবে, ওহ গড! প্লিজ স্টপ দিস ফাকিং সং! এ চিৎকার এতো জুড়ে হবে, আমার কান দিয়ে রক্ত পড়তে থাকবে।
রেলগাড়ি যতক্ষণ চলবে, পুরাতন রেললাইনের পাতের উপর লাল রঙের পতাকা সৃষ্টি হবে। এই পতাকার উপর একদিন বিপ্লব হবে। আমি আর আরিফ বিপ্লবের কথা ভেবে উচ্চস্বরে হাসতে থাকবো, কেউ কারো হাসির শব্দ শুনবো না।
একটি মন্তব্য পোস্ট করুন