সরীসৃপ



$ads={1}

গুঁইসাপের বিবর্তন পড়তে গিয়ে টিকটিকি পাওয়া যাবে এমন বিশ্বাস নিয়ে আমার বুকে থার্মোমিটার বসাতে চেয়েছিলো আমার উচ্চমাধ্যমিক পড়ুয়া প্রেমিকা। আমি হৃদয় খুলে দেখালাম, আমার পিতা সরীসৃপ ছিলেন না।

তারও একযুগ পর একদিন মধ্যরাতে বউয়ের পাশাপাশি শুয়ে টের পেলাম - আমাদের পাশে পড়ে আছে দুইটা খোলস এবং দুইটা তিন প্রকোষ্ঠী হৃদয়।

Post a Comment